ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
টাঙ্গাইলে আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু আঞ্চলিক এসএমই পণ্যমেলার র‌্যালি। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনাসভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। 

সোমবার (৪ মার্চ) সকালে এসএমই ফাউন্ডেশনের অয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।  

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন, বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগম প্রমুখ।

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে ৫৫টি স্টল বসেছে মেলায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় প্রতিদিন লাঠিখেলা, জারি গান, বাউল গান, যাদু, সং ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে এ মেলা।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।