ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে তারেক (২০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের তিন যাত্রী।

সোমবার (৪ মার্চ) সকাল পৌনে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে। কাভার্ডভ্যান চালক তারেক লক্ষীপুরের বাসিন্দা।

 

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল হক বাংলানিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় স্টার লাইন নামে একটি বাস কাভার্ডভ্যানকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে চালক তারেক ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের তিন যাত্রী আহত হয়েছেন।  

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

বাস ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে বলেও জানান এসআই মনজুরুল।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।