ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্ম মাসে সাতক্ষীরায় ১১ দিনব্যাপী বইমেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
বঙ্গবন্ধুর জন্ম মাসে সাতক্ষীরায় ১১ দিনব্যাপী বইমেলা  বইমেলা সংক্রান্ত প্রেস কনফারেন্স। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং জাতির পিতার জন্ম মাস উপলক্ষে সাতক্ষীরায় ১১ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৭ মার্চ) এ মেলা শুরু হবে।

মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ মেলায় রাজধানীর ৫০টি প্রকাশনা সংস্থাসহ ৬৮টি প্রকাশনা সংস্থা অংশ নেবে।  

সোমবার (৪ মার্চ) দুপুরে বইমেলা সংক্রান্ত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য জানান।

 

তিনি বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিতব্য বইমেলা জাকজমকপূর্ণ করতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রতিটি স্টলে শতকরা ৩০ ভাগ ছাড়ে বই বিক্রির ব্যবস্থা থাকবে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।  

৭ মার্চ মেলার উদ্বোধন করবেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।