সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির সাতক্ষীরার বাউকুলা গ্রামের কামরুল ইসলামের ছেলে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বাংলানিউজকে বলেন, বাউকুলা এলাকার লোকজন পারিবারিকভাবে বাগেরহাটে পিকনিকে যাচ্ছিলেন। পথে কেশবপুরের শ্রীরামপুরে এলে বাসটি উল্টে পুকুরের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু সাব্বিরের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ৮/১০ জন। পরে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
তিনি বলেন, এটা কোনো স্কুলের পিকনিক বাস ছিলো না, এটা পারিবারিক। কেউ কেউ ভুল তথ্য প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
ইউজি/আরবি/