বরিশাল: বরিশাল নগরের জিয়া সড়ক এলাকা থেকে ইয়াবাসহ পটুয়াখালী জেলা কারাগারের কারারক্ষীসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (০৪ মার্চ) বিকেলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসির উদ্দিন মল্লিক বাংলানিউজকে জানান, দুপুর সোয়া ১ টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরামুলের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের জিয়া সড়ক এলাকায় অভিযান চালায়।
অভিযানে ৫ পিস ইয়াবাসহ সোহাগ নামের একজনকে আটক করা হয়। পরে সোহাগকে জিজ্ঞাসাবাদে সে জানায়, পটুয়াখালী জেলা কারাগারের কারারক্ষী মাইনুল ইসলামের কাছ থেকে তিনি ইয়াবাগুলো কিনেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে সড়ক থেকে ৩০ পিস ইয়াবাসহ মাইনুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় এসআই একরাম বাদী হয়ে কারারক্ষী মাইনুল ও সোহাগের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলেও জানান নাসির উদ্দিন মল্লিক।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।