সোমবার (৪ মার্চ) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল হালিম তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৩ মার্চ) রাতে উপজেলার মিরহার গ্রাম থেকে বাপ্পীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাপ্পীকে গ্রেফতার করেছে। নলছিটি থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী হত্যার কথা স্বীকার করেছেন। সকালে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞাসাবাদ করবেন। পরে তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে শুক্রবার (১ মার্চ) দিনগত রাতে নলছিটি উপজেলার মেরহার গ্রামে পিকনিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজানো বন্ধের অনুরোধ করায় বৃদ্ধ জলিল হাওলাদার ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জিহাদ হাওলাদার বাদী হয়ে শনিবার (২ মার্চ) রাতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএস/আরআইএস/