সোমবার (০৪ মার্চ) বিকেলে জেলার কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. দিদারুল আলমসহ পুলিশ সদস্যরা।
বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কটিয়াদী উপজেলা সদরের ফেরদৌস মেডিকেল হলকে পাঁচ হাজার, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির দায়ে মতিউর রহমান স্টোরকে তিন হাজার ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে মিতালি কসমেটিকসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও চিনির সঙ্গে ক্ষতিকর রঙ মিশিয়ে গুড়ের জিলাপি তৈরির অপরাধে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের স্টার রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসকে ২০ হাজারসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসআরএস