সোমবার (০৪ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোট বাজারে কক্সবাজার-টেকনাফ আরকান সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এ সময় রোহিঙ্গা ক্যাম্পমুখী শত শত যানবাহন ফিরিয়ে দেয়া হয়।
স্থানীয়রা বলেছেন, এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় সাড়ে তিনঘণ্টা পর স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনকারীদের মধ্যে ইমরুল কায়েস চৌধুরী নামে একজন বাংলানিউজকে জানান, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি ও বিদেশি এনজিওতে স্থানীয়দের চাকরির দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগের বিষয়টি বারবার বলা হলেও বেসরকারি সংস্থাগুলো তা বাস্তবায়ন করছে না। চাকরির আশ্বাস দিয়েছে বারবার তবে তারা কাউকে চাকরি দেয়নি। তাই বাধ্য হয়ে স্থানীয়রা রাজপথে নেমে আসে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, চাকরির দাবিতে সকাল থেকেই স্থানীয়রা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছেন। পরে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা ।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসবি/এমএ