ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
জয়পুরহাটে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা

জয়পুরহাট: জয়পুরহাট সদরের বেল আমলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। 

প্রতি বছর এ মেলাকে ঘিরে দেশ-বিদেশের কয়েক লাখ ভক্তের সমাগম ঘটে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও মন্দির সংশ্লিষ্টরা রয়েছেন সতর্কাবস্থায়।

বেলা আমলা বারো ও পাঁচ শিব মন্দির কমিটির সভাপতি তারা চাঁদ বাজলা জানান, ৩০০ বছর আগে জয়পুরহাট সদরের বেল আমলায় বারো শিবালয় মন্দির চত্বরে এই মেলা শুরু হয়। প্রতিবছর এ মেলায় ভারত, নেপালসহ দেশ-বিদেশের পুণ্যার্থীরা আসেন।  

কমিটির সাধরাণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা বাংলানিউজকে বলেন, মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পূন্যস্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা-অর্চনা করেন।
  
মেলায় মিঠাই-মন্ডা, খেলনা, পূজা সামগ্রী, তৈজসপত্রসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। আর ঐতিহ্যবাহী নাগরদোলা, চরকী দোলাসহ শিশু-কিশোরদের নানা বিনোদন ব্যবস্থা মেলাকে যেন সাজিয়েছে ভিন্ন এক সাজে।

সোমবার (০৪ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই মেলা মঙ্গলবার (০৫ মার্চ) রাত পর্যন্ত চলবে বলে জানান মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।