সোমবার (০৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ও নির্যাতন চালানোর জন্য মিয়ানমারকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বিচারের জন্য রেজুলেশন গ্রহণ করেছে ওআইসি। আবুধাবির ওআইসি সম্মেলনে এই বিষয়ে দীর্ঘ আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হয়।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য মিয়ানমারকে বিচারের আওতায় আনতে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার নেতৃত্বে ১০ সদস্যের মন্ত্রী পর্যায়ের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল।
আবুধাবির ওআইসির ৪৬তম পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
টিআর/জেডএস