ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আবাসিক হোটেল থেকে আটক ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
খুলনায় আবাসিক হোটেল থেকে আটক ৬

খুলনা: খুলনা মহানগরের দু’টি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ছয়জনকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৪ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে খুলনা সদরের মৌসুমী আবাসিক হোটেল ও সোনার বাংলা আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি। এসময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। আটকদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।