ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় হাত-পা ও মাথা উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
আশুলিয়ায় হাত-পা ও মাথা উদ্ধার হাত-পা ও মাথা উদ্ধার করা হচ্ছে, ছবি: বাংলানিউজ

আশুলিয়া, (ঢাকা): সাভারের আশুলিয়ায় কাঠগড়ায় থেকে দুই হাত-দুই পা ও একটি মাথা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৪ মার্চ) রাতে কাঠগড়ার পুকুরপাড় এলাকার সিদ্দিক মেম্বারের বাড়ির সামনের থেকে মানব দেহের অংশ বিশেষগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এর আগেও একই এলাকা থেকে হাত-পা ও মাথাবিহীন এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার হওয়ায় ওই হাত-পা ও মাথা সেই নারীর।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে জানান, এই এলাকার একটি পরিত্যক্ত স্থানে হাত-পা ও মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ দেহের অংশ বিশেষগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া মাথা ও হাত-পাবিহীন মরদেহ বাকী অংশ এগুলো।

এর আগে একই এলাকায় ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে হাত-পা-মাথাবিহীন বস্তাবন্দি অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।