ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
কেরানীগঞ্জে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু স্বজনদের আহাজারি। ছবি-বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার উত্তর ধর্মশুর এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. মশিউর (৪০) ও আউলিয়া (২৮)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

নিহত মশিউরের স্ত্রী সজিনা বেগম জানান, আউলিয়া ও তার স্বামী মশিউর এ এলাকায় ভাড়া থেকে কালভার্ট নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার সকালে তারা উত্তর ধর্মশুর এলাকায় মাটি কাটছিলেন। এসময় উপর থেকে স্তূপ করে রাখা মাটি ধসে পড়লে তারা নিচে চাপা পড়েন। পরে মাটি সরানোর হলে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।  

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা রেজা বাংলানিউজকে জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।