মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার চৌধুরীরহাট সংলগ্ন মেঘনা নদীরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবু ছায়েদ চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা।
স্বজনরা জানান, সোমবার বিকেলে তিনি হাতের তৈরি একটি জাল নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফেরেননি। সকালে নদীর তীরে মাটিচাপা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, নদীতে মাছ শিকারের সময় পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
চর কালকিনি ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআর/ওএইচ/