মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার কল্যাণী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজিজুল জেলার খানসামা উপজেলার সুলসুলিপাড়ার একিমউদ্দিনের ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন বাংলানিউজকে জানান, দুপুরে ভ্যান চালিয়ে বীরগঞ্জ থেকে খানসামা যাচ্ছিলেন আজিজুল। পথে কল্যাণী বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আজিজুল ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআরএস