মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আরিফ ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।
যশোরের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শংকরপুর পশু হাসপাতাল এলাকা থেকে আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যশোরের কোতোয়ালিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
ইউজি/আরবি/