ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবালয়ে কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
শিবালয়ে কাভার্ড ভ্যানচাপায় নারী নিহত

মানিকগঞ্জ: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে একটি কাভার্ড ভ্যানচাপায় বেদেনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ মার্চ) রাত পৌেন ৮টার দিকে মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শিবালয় সদর এলাকার মো. সাঈদ আলীর স্ত্রী।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) আমীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা করে আরিচা যাচ্ছিলেন ওই নারী। এসময় প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী ওই নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অটোরিকশা থেকে পড়ে যায় বেদেনা বেগম।

পরে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানচাপায় নিহত হন বেদেনা বেগম। এ ঘটনার পরপরই প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা গাড়ি ঘুরিয়ে ঢাকার দিকে রওয়ানা হওয়ার চেষ্টাকালে তাদের বহনকারী প্রাইভেটকারটিও দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওই প্রাইভেটকারে থাকা দুই ছিনতাইকারীও আহত হয়।

আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
কেএসএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ