ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর নদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ তুর্য (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সয়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফারদিন খান নামে একজন আহত হয়েছে।

তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) আল হেলাল বাংলানিউজকে জানান, রাতে কোনো এক সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ঘটনাস্থলে একজন নিহত ও অপর একজন আহত হন।  

এদিকে বংশাল আলুবাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভোরে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচিত মোজাম্মেল হক জানান, ওই এলাকায় অবস্থিত একটি কোম্পানিতে গাড়ির হেলপার হিসেবে কাজ করতো আব্দুর রহমান। ওই স্থানে গাড়ি মালামাল আনলোড করার সময়, পাশে দাঁড়িয়েছিলেন রহমান। রাস্তা দিয়ে একটি মাটির ট্রাক 
যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
 

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।