ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় মাদকের আড্ডা থেকে অস্ত্রসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
মাগুরায় মাদকের আড্ডা থেকে অস্ত্রসহ আটক ৪

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার কালিশংকরপুর এলাকার এক বাড়ির ছাদে মাদক সেবন করার সময় চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (০৬ মার্চ) তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয়টি রাম দা’ ও মাদকদ্রব্য পাওয়া গেছে।

 

আটক ব্যক্তিরা হলেন-রাশেদুল ইসলাম, নানু মোল্লা, ইকতিয়ার উদ্দিন ও ভাদু।  

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) এস কে আজম বাংলানিউজকে জানান, কালিশংকপুর এলাকার একটি দুই তলা বাড়ির ছাদে বসে ওই চারজন মাদক সেবন করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ছয়টি রাম দা’ ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিদের মধ্যে মাদকবিক্রেতা ও সেবনকারী রয়েছেন। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।