বুধবার (৬ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মাসেতু প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সুবিধার চেক প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলপথ, নৌপথ, আকাশপথ ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
পদ্মাসেতু প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেললাইন হবে। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। আরেকটি প্রকল্প হচ্ছে, চট্টগ্রাম-কক্সবাজার রেল সংযোগ। আমাদের পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যুক্ত হবে, যোগ করেন সুজন।
তিনি বলেন, মুন্সিগঞ্জে ক্ষতিগ্রস্তদের সংখ্যা ৬৭১ জন। যাদের টাইটেল ফিল্ড আছে তাদের সংখ্যা ৫৩৫ এবং নন টাইটেল ফিল্ড সংখ্যা ১১৮। এর মধ্যে বুধবার ১৭৫ জনকে আট কোটি ২৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।
বর্তমান সরকার দেশের প্রতিটি জেলায় রেলসংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে। পদ্মাসেতু বাস্তবায়ন হলে দেশের জিডিপিতে ২ শতাংশ ও রেল পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ১ শতাংশ যুক্ত হবে বলেও জানান রেলমন্ত্রী নূরুল ইসাম সুজন।
বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য একেএম সারোওয়ার জাহান বাদশা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম। প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিএসসি’র প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ডরপ’র প্রতিষ্ঠাতা এএইচএম নোমান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, সিএসসির তত্ত্বাবধানে ডরপ পিবিআরএলপি পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে। ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রথম ধাপের রেলপথ স্থাপন প্রকল্পের ৮২ দশমিক ৩৫ কিলোমিটারের মধ্যে ক্ষতিগ্রস্ত তিন হাজার ৫৪৮ পরিবার রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩৫৮ দশমিক ৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে।
২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রকল্প ক্ষতিগ্রস্তরা ১৯৮২ সালে ভূমি অধিগ্রহণ আইনের আওতায় এর আগে জেলা প্রশাসকের কাছ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
জিপি