গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার এ নির্বাচনের ভোটগ্রহণের সময় ছিল। প্রথম দিন (বুধবার) ভোট হয়েছেও।
নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সমন্বয়ে গঠিত ‘সাদা প্যানেল’ অংশ নিয়েছে। এছাড়াও বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা ‘নীল প্যানেলে’ প্রার্থী দিয়েছেন। সব মিলে এবার সমিতির ২৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী।
সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি গাজী মো. শাহ আলম, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান (রচি), ট্রেজারার আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক (আসিফ), গ্রন্থাগার সম্পাদক আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া, দফতর সম্পাদক জাহিদুল ইসলাম (কাদির), ক্রীড়া সম্পাদক উজ্জ্বল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন কবির টগর।
১৫টি সদস্য পদে এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ), আয়শা বিনতে আলী, হয়াথ আল মাহমুদ (ঝিকূ), কাউসার হাসান, মাসুম মৃধা, বাহারুল ইসলাম (বাহার), হাসান আকবর আফজাল, ইব্রাহিম হোসেন, জুয়েল সিকদার, মানুম মিয়া, সাব্বির হাসান, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, তানভীর আহম্মেদ (সজীব) ও তুসার ঘোস।
আর নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ সভাপতি এআর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, ট্রেজারার লুৎফর রহমান (আজাদ), সিনিয়র সহ সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ সাধারণ সম্পাদক ছাকায়েত উল্লাহ ভূঁইয়া (ছোটন), গ্রন্থাগার সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোশেদা খাতুন শিল্পী, দফতর সম্পাদক জুলফিকার আলী হায়দার (জীবন), ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম (আকাশ) ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান (রানা) নির্বাচনে অংশ নিয়েছেন।
এ প্যানেল থেকে ১৫টি সদস্য পদে অংশ নিয়েছেন, আজাহার উদ্দিন (রিপন), কাজী রওশান দিল আফরোজ, এমআরকে রাসেল, বাবুল আক্তার (বাবু), ইব্রাহিম (খলিল), ইকবাল মাহমুদ সরকার, মাহাদি হাসান জুয়েল, রাসেদুল ইসলাম (রাসেল), মোহাম্মদ ইব্রাহিম (স্বপন), মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ইয়াছিন মিয়া, ফারাহানা আক্তার (লুবনা), নজরুল হক শুভ, শাহীন সুলতানা (খুকি) ও সাদেকুল ইসলাম ভূঁইয়া (জাদু)।
এর আগে গত ৩১ জানুয়ারি ২০১৯-২০২০ মেয়াদের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল বাংলানিউজকে বলেন, নির্বাচন সম্পন্ন করতে ২০ আইনজীবীকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এবার সমিতির বৈধ ভোটার সংখ্যা ১৭ হাজার ৮৯৭ জন। এরমধ্যে নতুন ভোটার রয়েছেন আড়াই হাজারের মতো।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
এমএআর/টিএ