বুধবার (৬ মার্চ) ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান হাসানুল হক ইনু।
তিনি বলেন, যে কোনো নির্বাচনেই অনিয়ম ঘটে।
হাসানুল হক ইনু আরো বলেন, গত ১০ বছরে শেখ হাসিনাকে ধ্বংসস্তূপ থেকে উঠিয়ে দাঁড় করানোর যুদ্ধ করতে হয়েছে। জঞ্জাল পরিষ্কারের যুদ্ধ, দেশকে এগিয়ে নেওয়ার যুদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধসহ পদে পদে যুদ্ধ করতে হয়েছে, বাঁধার মুখোমুখি হতে হয়েছে। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা চমৎকার সফলতা আনতে পেরেছি। কিন্তু এরপরও ক্ষেত্র বিশেষে কিছু ঘাটতি, কিছু দুর্বলতা আছে। যেমন আইনের শাসন, দুর্নীতি, দলবাজি। তেঁতুল তত্ত্বকে প্রশ্রয় দেওয়া আত্মঘাতী। মাদককে যেমন ছাড় দেওয়া যায় না তেঁতুল তত্ত্বকেও তেমনি ছাড় দেওয়া যায় না।
তিনি বলেন, মহাজোট, ১৪ দলের ঐক্যের শক্তিতেই বিজয়ী হয়েছি। কিন্তু এই ঐক্যকে কার্যকর রাখতে পারিনি। পরাজিত শক্তির পুনরুত্থানের ফাঁকফোকর বন্ধে এই ঐক্যের বিকল্প নেই। সুতরাং এই ঐক্যের বিকল্প নেই। মহাজোট ও ১৪ দলকে অবহেলা করা হবে আত্মঘাতী। ফরমায়েসি বিরোধী দল তৈরি করে সংসদকে কার্যকর করা যাবে না।
সাবেক তথ্যমন্ত্রী আরো বলেন, আমাদের ভুল ত্রুটির সুযোগ নিয়ে রাজাকার, জঙ্গি চক্রের যেনো উত্থান না হয়। সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির আকাশে রংধনু হবেন, সেটাই আমার প্রত্যাশা। আমি শয়তান নই, আমি ফেরেস্তা নই, আমি মানুষ। শেখ হাসিনার সরকার ফেরেস্তার সরকার নয়, শয়তানের সরকার নয়, মানুষের সরকার। দোষ হলে সমালোচনা করবেন, ভালো হলে প্রশংসা করবেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসকে/এমজেএফ