বুধাবার (০৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিউলি খাতুন কোটচাঁদপুর উপজেলার কুল্লাগাছা গ্রামের শহর আলীর মেয়ে এবং শাহপুর ঘিঘাটি গ্রামের মামুনের স্ত্রী।
শিউলির বাবা শহর আলী বাংলানিউজকে জানান, কয়েক বছর আগে মেয়ে শিউলি খাতুনের সঙ্গে শাহপুর ঘিঘাটি গ্রামের মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন যৌতুক দাবি করে শিউলিকে মারধর করতেন। বিকেলে মামুন ও তার পরিবারের লোকজন শিউলিকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করে বলে প্রচার করে। খবর পেয়ে শিউলির বাবা সেখানে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধার করে। শিউলির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এনটি