বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে কটিয়াদী উপজেলার করগাঁও বাজার হাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কটিয়াদী উপজেলার পাঁচলিপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফারুক (৪৩) ও একই উপজেলার করগাঁও বাজার হাটি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২২)।
সন্ধ্যায় শোভন খান বাংলানিউজকে আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসআই