বুধবার (০৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নকুল চন্দ্র সাহার বাড়ি পাকুল্যা কর্মকার পাড়ায় বলে জানা গেছে।
মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মো. কাউছার বাংলানিউজকে জানান, রাতে নকুল মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে নকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এনটি