ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আরও সুযোগ দিলে হাসিনার নেতৃত্বে স্বপ্নকেও অতিক্রম করবো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
আরও সুযোগ দিলে হাসিনার নেতৃত্বে স্বপ্নকেও অতিক্রম করবো

জাতীয় সংসদ ভবন থেকে: শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তার নেতৃত্বে আমরা দেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবো, স্বপ্নকেও অতিক্রম করবো যদি দেশের মানুষ আরও কয়েকবার শেখ হাসিনাকে সুযোগ দেয়।
 

বুধবার (০৬ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশের চেহারা পাল্টে গেছে।

১০ বছর আগে যে যুবকটি বিদেশে গিয়েছিলো সে এখন দেশে আসার সময় প্লেন থেকে কুড়িল ফ্লাইওভার, হাতিরঝিল দেখলে মনে করবে প্লেন হয়তো ভুল করে ব্যাংকক চলে গেছে। বাংলাদেশ আজ বদলে গেছে। অনেক এগিয়ে গেছে। অনেকে বলে বাংলাদেশে ধনীর সংখ্যা বেড়েছে। এটা অর্থনৈতিক উন্নয়নের চিত্র। যারা বলছেন বাংলাদেশে বৈষম্য বেড়েছে তারা ঠিক বলছেন না। যারা বাম রাজনীতি করেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি, এই অর্জনের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো উচিত।

হাছান মাহমুদ বলেন, এরপরও রাত ১২টার পর টক শো’তে শোনা যায়, বাংলাদেশে নাকি কোনো অগ্রগ্রতিই হয়নি। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গত বছর বাংলাদেশে এসেছিলেন। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলো, বাংলাদেশকে আপনি কি পরামর্শ দেবেন। উত্তরে গভর্নর বলেন, বাংলাদেশকে আমি কোনো পরামর্শ দিতে আসিনি, বাংলাদেশের কাছ থেকে শিখতে এসেছি। বাংলাদেশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির যেভাবে উন্নয়ন করেছে তা অসাধারণ। এতে অনেক দারিদ্র্য বিমোচন হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আজ আন্তর্জাতিক পরিসরে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিগণিত হয়েছে। অথচ তখন আমাদের দেশের একজন আন্তর্জাতিক আইনজ্ঞ তাদের সঙ্গে হাত মিলিয়েছে। আমরা রাষ্ট্রের শুধু বস্তুগত বা ভৌত-অবকাঠামো উন্নয়ন নয়, শেখ হাসিনার নেতৃত্বে মানব উন্নয়ন, উন্নত জাতি গঠন করতে চাই। পৃথিবীকে অবাক করে দিয়ে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলেছে। তার নেতৃত্বে আমরা দেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবো, স্বপ্নকেও অতিক্রম করবো যদি দেশের মানুষ আরও কয়েকবার শেখ হাসিনাকে সুযোগ দেয়।  

বাংলাদে সময়: ২২২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।