বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে রাস্তা থেকে পলিথিন মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি সাউথ এসএম শাকিলুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিন মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। মরদেহের মাথা, দুই পা ও দুই হাত নেই।
তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমআরএম/এএটি