বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্।
এরপরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী, অধ্যক্ষ ফরিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহসভাপতি আফজালুল করীমসহ ,ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা আওয়ামী লীগ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। যা জাতিসংঘে স্বীকৃত হয়েছে। তাই বঙ্গবন্ধু নির্দেশিত পথেই আমাদের চলতে হবে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।
এদিকে বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের নেতারা। এছাড়াও দলীয় কার্যালয়সহ নগরের ৩০টি ওয়ার্ডে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমএস/এএটি