ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় বাসে ধাক্কায় সামসুল হক (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। 

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী মহিলা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সামসুল ওই এলাকার মৃত খেদের আলীর ছেলে।

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নয়ন ও শাওন। তারা কুষ্টিয়ার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকালে গাংনী মহিলা কলেজ মোড় এলাকায় সড়ক পার হচ্ছিলেন সামসুল। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন এন্টার প্রাইজের যাত্রীবাহী একটি বাস সামসুল ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামসুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন মোটরসাইকেলের ওই দুই আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছেন। তবে বাসের সুপারভাইজার গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের রিপন হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।