শনিবার (৯ মার্চ) দুপুরের দিকে মোটরসাইকেলসহ ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক হাফিজুর যশোরের শার্শা উপজেলার বাগ আছড়ার পাহাড় কাইবা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মোটরসাইকেলে করে মাদক পাচার করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা রোড এলাকায় মোটরসাইকেলসহ হাফিজুর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলের বডি ও তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় রাখা ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
হাফিজুর একজন চিহ্নিত মাদকবিক্রেতা। শার্শা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুর জানিয়েছেন বাঘআছড়া গ্রামের সাইদুল নামে এক ব্যক্তি জব্দ হওয়া মাদকের মালিক। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জিপি