শনিবার (৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের কালরাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কামনা করে দোয়া ও মোনাজাত করেন তুষার।
এর আগে শুক্রবার (৮ মার্চ) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
গত ৪ মার্চ সাংবাদিক হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগের মেয়াদকাল প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রী তাদের যতোদিন এ পদে রাখতে চান ততোদিন থাকবে বলে আদেশে বলা হয়েছে।
মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরের হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমইউএম/এইচএ/
** প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, বিশেষ সহকারীসহ ৫ জন নিয়োগ