ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
বরিশালে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সভা

বরিশাল: ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ স্লোগানকে সামনে রেখে বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১০ মার্চ) সকালে সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল শহর বিশেষ গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আবু সালেহ রায়হান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, বরিশাল অগ্নিনির্বাপক অধিদফতরের উপ-পরিচালক আ. ছত্তার মণ্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আ. লতিফ ও অগ্নিনির্বাপক বিভাগের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন।

পরে স্কুল প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের কর্মীরা বড় বড় ভবন ও বাসাবাড়িতে অগ্নিসংযোগকালীন সময়ে তাদের উদ্বার, আহতদের দ্রুত চিকিৎসা দেয়াসহ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকাপড়া মানুষদের উদ্ধারের মহড়া প্রদর্শন করে। যা বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ উৎসাহ নিয়ে দেখেন।

এর আগে সকাল ১০টায় শহরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বাংলা‌দেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।