ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হোমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
হোমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিয়াম আহমেদ (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সিয়াম শিম তোলার উদ্দেশ্যে পাশের বাড়ির একটি টিনের ঘরের চালায় উঠে। এ সময় অসাবধনতাবশত তারে জড়িয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আজিজুর রহমান সরকার বাংলানিউজকে বলেন, শিম তুলতে গিয়ে ওই স্কুলছাত্র অসাবধনতাবশত তারে জড়িয়ে নিচে পড়ে যায়। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ পরিবাহী তার নিরাপদ দূরত্বেই ছিল।

এবিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হোমনা সার্কেল মো. সাইফুর রহমান আজাদ বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তারপরও বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।