ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার প্রস্তাব সালমানের 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার প্রস্তাব সালমানের  প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

জাতীয় সংসদ ভবন থেকে: সংবিধান সংশোধন করে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

রোববার (১০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন। এর আগে দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।

 

সালমান এফ রহমান বলেন, আমরা যারা রাজনীতি করি আমরা বক্তব্য শেষ করার পর জয় বাংলা বলি। কিন্তু যারা সরকারি কর্মকর্তা তারা বলে না। আমি একজন সরকারি কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম- আপনারা ‘জয় বাংলা’ বলেন না কেন? তিনি বললেন- আমরা সরকারি চাকরি করি, আমরা নির্দলীয়। যে ‘জয় বাংলা’ স্লোগানে বাংলাদেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হয়েছে, যার জন্য উনারা (সরকারি কর্মকর্তা-কর্মচারী) পদে আছেন। সেই জয় বাংলা কী করে দলীয় স্লোগান হয়? 

পড়ুন>>বিমানের লোকসান ২০১ কোটি টাকা

তিনি বলেন, রাষ্ট্রপতিও ‘জয় বাংলা’ বলে তার ভাষণ শেষ করেছেন। তাহলে রাষ্ট্রপতি কী শুধু আওয়ামী লীগের হয়ে গেলেন, তিনি কী দেশের রাষ্ট্রপতি নন! আমি প্রস্তাব করছি- যেভাবে আমরা সংবিধান সংশোধন করে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি, সেভাবে সংবিধান সংশোধন করে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করতে হবে।  

‘কিছু পত্র-পত্রিকা আছে বঙ্গবন্ধু লেখে না, শুধু শেখ মুজিব লেখে, এটা অত্যন্ত দুঃখজনক। ’ 

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের কথা উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করছেন তার সবই দেশের জন্য। নিজের জন্য কিছু করছেন না। তিনি করছেন দেশের জন্য, দেশের জনগণের জন্য। নিজের জন্য করলে তিনি অনেক কিছু করতে পারতেন।  

‘১০ বছর আগে যদি আমাকে কেউ বলতো আগামী ১০ বছর পর দেশ এই জায়গায় চলে আসবে। তখন আমিও সেটা বিশ্বাস করতাম না। কিন্তু শেখ হাসিনার সততা ও দক্ষ নেতৃত্বের কারণে এটা হয়েছে। তিনি দেশকে আজ এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন। ’ 

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯ 
এসকে/এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।