ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অভিযানের আওতামুক্ত থাকবে প্লাস্টিক: সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
অভিযানের আওতামুক্ত থাকবে প্লাস্টিক: সাঈদ খোকন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালিত টাস্কফোর্সের অভিযানের আওতামুক্ত থাকবে প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় পদার্থ। এমনই ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

রোববার (১০ মার্চ) রাজধানীর চকবাজার মোড়ে উর্দু রোডে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন মেয়র। এসময় তিনি বলেন, বিস্ফোরক পরিদপ্তরের রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক দানা ও অর্গানিক পিগমেন্টকে অবিপদজনক দাহ্য পদার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিস্ফোরক পরিদপ্তরের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ টাস্কফোর্সের অভিযান থেকে প্লাস্টিক দানা ও পিগমেন্টকে আওতামুক্ত ঘোষণা করছে।

সাঈদ খোকন আরো বলেন, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নগর কর্তৃপক্ষ অতি দাহ্য যেসব কেমিক্যাল রয়েছে, যেগুলো জীবনের জন্য হুমকিস্বরূপ, যেগুলো থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, শত শত মানুষের জীবনহানি ঘটাতে পারে, এমন সব কেমিক্যাল গোডাউন যদি পুরান ঢাকার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এছাড়াও প্লাস্টিকের পণ্য বিক্রয়কারী দোকানগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র, পানি ও বালি বাধ্যতামূলকভাবে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।

বাংলাদেশ প্লাস্টিক ব্যাবসায়ী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী সমিতি, পঞ্চায়েত, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।