রোববার (১০ মার্চ) সড়ক অবরোধ ও সিটি করপোরেশন ঘেরাও করে প্রতিবাদ করেন তারা।
এসময় নগরীর বিভিন্ন পয়েন্টে অটোরিকশাচালকদের কারণ-অকারণে পুলিশের হয়রানি ও সিটি করপোরেশন থেকে লাইসেন্স পেতে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন অটোরিশার মালিক ও শ্রমিকরা।
সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অটোরিশার দীর্ঘ সারি তৈরি করে প্রতিবাদ সমাবেশ করেন ঐক্য পরিষদ।
এতে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, মাসুদ রানা, শ্যামল রায়, উজ্জ্বল হোসেন প্রমুখ।
বিক্ষুব্ধ শ্রমিক নেতারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাত দফা দাবি বাস্তবায়নে সিটি মেয়রসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে বৈঠক করেন অটোরিকশার মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।
এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এদিকে সিটি করপোরেশন সংলগ্ন নগরীর ব্যস্ততম সড়কে অবরোধ ও অটোরিকশার দীর্ঘ সারিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নগরীর টাউন হল সংলগ্ন সড়ক থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যানজটে সাময়িক বিড়ম্বনা দেখা দেয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এএটি