রোববার (১০ মার্চ) সকালে পটুয়াখালী পৌরসভার ৩৩৮ জন কর্মচারীর মধ্যে সাবেক মেয়র কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত এই ১৯৩ জনকে অব্যাহতি দেয় নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ। তার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কর্মদিবসে তিনি এ অব্যাহতির সিদ্ধান্ত নেন।
অভিযোগ রয়েছে কাজ না করে একদিন অফিসে এসে স্বাক্ষর করে বেতন উত্তোলন করে নিতেন মাস্টার রোলে নিয়োজিত এই ১৯৩ জন।
মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, সাবেক মেয়র কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত মাস্টার রোলে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মী, যারা কোনো কাজ করে না, স্বচ্ছল পরিবারের গৃহবধূ ও মেয়রের আত্মীয়-স্বজন। এদের অনেকের পাকা বাড়ি ও ব্যবসাও আছে।
খুব শিগগিরই পৌরসভার নিয়োগ বিধিমালা মোতাবেক দক্ষ, কর্মঠ ও সুবিধা বঞ্চিতদের এই পোস্টগুলোতে নিয়োগ দেয়া হবে।
এই মুহূর্তে পৌরসভার যে কর্মী রয়েছে তাতে পরিষ্কার পরিচ্ছনতায় কোনো সমস্যা হবে না বলেও জানান মেয়র মহিউদ্দিন।
উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীরকে ১৫ হাজার ২৬৮ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচত হন স্বতন্ত্র প্রার্থী পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। গত বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ দায়িত্বভার গ্রহন করেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএ