রোববার (১০ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা আপনাদের সঙ্গে আছি।
সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে রিভা গাঙ্গুলী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
এসময় বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বাংলাদেশকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র এবং উন্নয়ন অংশীদার হিসেবেও উল্লেখ করেন।
গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নে অভিভূত হয়েছেন জানিয়ে ভারতের হাইকমিশনার বলেন, যে সব পরিবর্তন হয়েছে এবং উন্নয়ন ঘটেছে তা অসাধারণ।
দুই দেশের বিদ্যমান সম্পর্কের প্রশংসা এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সম্পর্কের আশা প্রকাশ করে রিভা গাঙ্গুলী বলেন, সহযোগিতার আরও নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে উইন উইন পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করেন তিনি।
এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসঙ্গে দায়িত্বপালনে তাকে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করেন।
দু’দেশের সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি আমাদের মুক্তিযুদ্ধকালীন সহযোগিতার মতোই একটি উদাহরণ হয়ে থাকবে। যেখানে সমস্যাটির সমাধানে ভারতের সংসদে সব দল একত্রিত হয়ে এতে সমর্থন ব্যক্ত করে।
এসময় সীমান্ত সমস্যা সমাধান প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মডেল হিসেবে বিবেচিত হতে পারে বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।
অন্যদিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এমইউএম/এসএ/জিপি