রোববার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে ‘শি রকার্জ মাই-ইও উইমেন সামিট’ ও ‘শি রকার্জ মাই-ইও এসডিজি অ্যাওয়ার্ড-২০১৯’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, সারাবিশ্বেই নারীর ক্ষমতায়ন ঘটেছে।
তিনি বলেন, নারীদের কাছে টাকা আসলে, তারা সবার আগে পরিবারের কথা ভাবে। আর পুরুষদের কাছে টাকা আসলে, তারা সবার আগে খরচ করার কথা ভাবে। আমার কাছে চাকরির জন্য যারা আসেন তারা সাধারণত নারী। তারা সবাই স্বামী বা সন্তানের চাকরির জন্য আসেন। কিন্তু পুরুষরা কখনো তার স্ত্রীর চাকরির জন্য আসে না। সব ক্ষেত্রে যেহেতু নারীরা এগিয়ে যাচ্ছে, তাহলে নারীদের কেনো আমরা ব্রান্ড হিসেবে ভাবছি না। বাংলাদেশের নারীরা একদিন ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স (বিএফডব্লিউই) ও চেয়ারপারসন মিডিয়া ওয়ার্ল্ড রোকেয়া আফজাল রহমান, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ফারজানা চৌধুরী, এন্টারপ্রেনার’স অর্গানাইজেশনের (ইও) গ্লোবাল চেয়ার রোজমেরি বুবু, ফারিয়ান ইউসুফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এমএমআই/এসএ/জিপি