রোববার (১০ মার্চ) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সৌদি আরবের এক সহযোগী বন্ধু বাংলাদেশ।
বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে প্রতিরক্ষা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জানিয়ে তিনি বলেন, স্মারকটির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীই একে অপরকে সামরিক প্রশিক্ষণ ও অনুশীলন, শিক্ষা, সামরিক ও গোয়েন্দা তথ্য বিনিময়, দক্ষতা বিনিময়, সামরিক চিকিৎসা, সামাজিক ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদান রাখা’। সমঝোতা স্মারকটিতে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া বিষয়ে দৃঢ় প্রত্যয় উল্লেখ করা আছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে সংবিধানের ২৫ অনুচ্ছেদ লঙ্গিত হওয়ার কোনো প্রশ্নই আসে না।
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চু্ক্তির মাধ্যমে সংবিধানের ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করে গত ১৪ ফেব্রুয়ারি সংসদে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির ফখরুল ইমাম।
বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসকে/এমইউএম/এসএ/জিপি