রোববার (১০ মার্চ) দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি।
বিমানবন্দর সূত্র জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডে ছিল ইউএস-বাংলা ‘ড্যাশ-৮ কিউ-৪০০’ এয়ারক্রাফট। রাত পৌনে ২টার দিকে জেদ্দাগামী বোয়িং-৭৭৭ ফ্লাইট উড্ডয়নের আগে পেছনে ঘুরতে গিয়ে প্লেনটিকে ধাক্কা দেয়।
সূত্র জানায়, ইউএস-বাংলার ওই প্লেনকে ধাক্কা দেওয়ার পর বোয়িং ৭৭৭ প্লেনটি উড্ডয়ন করে চলে যায়। প্রায় ঘণ্টাখানেক ওড়ার পর ভারতের আকাশ থেকে বাংলাদেশ বিমানের প্লেনটিকে ফিরে আসতে নির্দেশ দেয় কন্ট্রোল রুম। এ পরিপ্রেক্ষিতে শাহজালালে ফিরে এসে প্লেনটি। চেক করার পর পুনরায় জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় বোয়িং-৭৭৭।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, একটু সচেতন হলে এ ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। বিশেষ করে গ্রাউন্ড স্টাফদের দুর্বলতার কারণে মাঝে মধ্যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ড্যাশ-৮ কিউ-৪০০ প্লেনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হলেও কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কাজ করছে বিমান।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
টিএম/টিএ/এএ