ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথী দাস (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা শহরের ইছাপুর ঋষিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সাথী ওই পাড়ার অধির দাসের স্ত্রী।

তিনি একটি বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

অধির দাস বাংলানিউজকে বলেন, সকালে তার স্ত্রী বাড়ির কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বসতবাড়ি থেকে যাওয়া সাইড লাইনের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বাংলানিউজকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস বাংলানিউজকে বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।