ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সংসদের প্রথম অধিবেশন শেষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
সংসদের প্রথম অধিবেশন শেষ

জাতীয় সংসদ ভবন থেকে: শেষ হলো একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সোমবার (১১ মার্চ) রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। 

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।  

এ অধিবেশনে ২৯ কর্মদিবসে মোট পাঁচটি বিল পাস হয়েছে।

আইন প্রণয়ন কার্যপ্রণালী ছাড়াও এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৩২১টি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩০টি গৃহীত হয়েছে এবং ২৮টি আলোচিত হয়েছে। ৭১(ক) বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা ১৫৫টি।  

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ১১৪টি প্রশ্ন পাওয়া যায়। তারমধ্যে তিনি ৪৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৩২৫টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ১ হাজার ৭৩০টি প্রশ্ন সম্পর্কে মন্ত্রীরা সংসদে উত্তর দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯ 
এসকে/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।