বুধবার (১৩ মার্চ) সকালে তার বাসার ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সকালে এলাকাবাসী কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ভেঙে মৃত অবস্থায় পান।
এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শামসুল মুহিত চৌধুরী বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে তিনি ঘুমের মধ্যেই হার্টঅ্যাটাকে মারা গেছেন। ওনার সাড়াশব্দ না পেয়ে সকাল ১০টা-১১টার দিকে লোকজন দরজা ভেঙে মৃত অবস্থায় পান।
সম্প্রতি মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি চারদিন আইসিইউতে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন।
ডিএফও শামসুল মুহিত চৌধুরী বলেন, তানিয়া খান ফরেস্ট রেঞ্জ অফিসার এম মুনির আহমেদের স্ত্রী। ২০১৫ সালে তার স্বামী দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে তিনি বন্যপ্রাণী গবেষণার কাজে মৌলভীবাজারেই থেকে যান। বৈবাহিক জীবনে তিনি ৩ মেয়ে এবং ১ ছেলে সন্তানের জননী।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
বিবিবি/এএ