ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
কমলনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. বাবলু (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৭ মার্চ) বিকেলে হাজিরহাট পশ্চিম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুরে শিশুটিকে যৌন হয়রানি করা হয়।

বাবলু চর ফলকন গ্রামের সামছুদ্দিনের ছেলে। তিনি হাজিরহাট মাতাব্বরহাট সড়কে ভাড়ায় ইজিবাইক চালান।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশুটি চকলেট কিনতে বাজারে আসার সময় বাবলু তাকে জোর করে ইজিবাইকে তুলে নেয়। অন্যযাত্রী না থাকায় শিশুটিকে যৌন হয়রানি করে সে। পরে কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা বাবলুকে আটক করে পুলিশে খবর দেয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।