সোমবার (১৮ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ নামে একটি বই প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে যতো ইমপর্টেন্ট ব্যক্তিদের লেখা আছে সেগুলোর সংকলন এই বই।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমআইএইচ/এএ