রোববার (১৮ মার্চ) ভোরে ডাবরী সীমান্তের ওপারে ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শাহীন হরিপুরের গেরুয়াডাঙ্গী মধ্যপাড়ার আব্দুল সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শাহীন ডাবরী সীমান্ত পিলার ৩৬৯/১- এস দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান। এসময় ভারতের ১০০ গজ অভ্যন্তরে আয়রন ব্রিজ নামক স্থানে গেলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে তার ডান উরুতে গুলি লাগে। এ অবস্থায় তিনি বাংলাদেশে পালিয়ে আসার পর ডাবরী সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হন। পরে বিজিবি সদস্যরা তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঠাকুরগাও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউল নবী চোধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআই