ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটে মাহমুদা বেগম (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৮ মার্চ) বিকেলে লালমনিরহাট পৌরসভার খুটামারা এলজিইডি ভবন এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহমুদা আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার বেলাল হোসেনের মেয়ে এবং ঢাকায় কাপড় ব্যবসায়ী আনিছুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চার মাস আগে ওই এলাকার শফিকুলের বাসা ভাড়া নেন মাহমুদার স্বামী আনিছুর। গত সাতদিন আগে তিনি ব্যবসার কাজে স্ত্রী ও একমাত্র সন্তানকে রেখে ঢাকায় যান। সোমবার বিকেলে তার স্কুল পড়ুয়া সন্তান আল মাহমুদ (৯) স্কুল থেকে এসে দড়জায় একাধিকবার ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিককে অবগত করে। পরে বাড়ির মালিকের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস দেওয়া মাহমুদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।