সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলীম একই উপজেলার জয়রামপুর নওদাপাড়ার আহাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় আলীম মোটরসাইকেলে কাঁঠালতলা বাজারে আসছিলেন। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়া একটি দ্রুত গতির একটি ট্রাকের নিচে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলীম ঘটনাস্থলেই মারা যান। গুরতর আহতাবস্থায় অলীমের সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এনটি