ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকার মার্কিন দূতাবাসে আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে। 

সোমবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন—যেটা সদ্য প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা তাদের একটি রুটিন কাজ। অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তারা এটি করে থাকে। তবে তারা তাদের দেশের মানবাধিকার দেখে না। তাদের দেশের নির্বাচন নিয়েও অনেক বিতর্ক রয়েছে। তবে এসব সত্ত্বেও তারা আমাদের দেশের নির্বচন নিয়ে সমালোচনা করে।

ড. মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভিন্ন। যেমন এই দেশে সমকামী অধিকার নেই। ওখানে রয়েছে। এমন অনেক বিষয় রয়েছে।  

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করছি।

যুক্তরাষ্ট্র সরকারের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সমালোচনা করা হয়।

‘ক্রাইস্টচার্চে হামলায় নিহত হয়েছেন ৫ বাংলাদেশি’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।